প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
বাবৌযুপ কর্তৃক শাকপুরায় দুস্থ পরিবারের নতুন ঘর তৈরীর কাজ উদ্বোধন
![]()
বাবৌযুপ কর্তৃক শাকপুরায় দুস্থ পরিবারের নতুন ঘর তৈরীর কাজ উদ্বোধন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে ও ওয়াল্ড অ্যালাইন্স অব বুড্ডিস্ট ডব্লিওএবি ব্যাংকক থাইল্যান্ড প্রধান কার্যালয়ে আর্থিক সহায়তায় বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা দুস্থ সাধন বড়ুয়া ও তার পরিবারে নতুন টিনের ঘর তৈরীর কাজ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে দুস্থ সাধন বড়ুয়ার ঘরের সামনে এক সংক্ষিপ্ত সভা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ।
জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন - যুব পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া, বর্তমান মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সহ সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহ ত্রান বিষয়ক সম্পাদক টিটু বড়ুয়া,
কানন বড়ুয়া, সাংবাদিক অধীর বড়ুয়া, ঢাকা অঞ্চলের সহসভাপতি টিটু বড়ুয়া, অর্থ সম্পাদক সমীর বড়ুয়া, সদস্য লিটন বড়ুয়া, বোয়ালখালী অঞ্চলের আহ্বায়ক সুমন বড়ুয়া ভুপেল, সচিব কাজল বড়ুয়া, যুগ্ম সচিব রাহুল বড়ুয়া, অর্থ সচিব শিক্ষক রাজীব বড়ুয়া, সদস্য রুবেল বড়ুয়া, শিক্ষক উজ্জ্বল মুৎসুদ্দি, বিশ্বজিৎ বড়ুয়া প্রমূখ।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.