[caption id="attachment_16893" align="aligncenter" width="300"] সভাপতি শ্রীমৎ জ্যোতিশ্রী ভিক্ষু- সম্পাদক সজীব বড়ুয়া[/caption]
চট্টগ্রাম বন্দর নগরীতে অবস্থিত "চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারে গত ২০ সেপ্টেম্বর২০২৪ ইং শুক্রবার মহাস্বাড়ম্ভে প্রতিষ্ঠিত হয় ৩১ সদস্য বিশিষ্ট "বোধিমিত্র স্মৃতি সংসদ"।চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র মহাথের( এম.এ) ছিলেন বিনয়ী, মৈত্রী পরায়ন,শীলবান। চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারে দীর্ঘদিন যাবৎ বহুকষ্টে অবস্থান করে আমাদের ধর্মদান সহ বুদ্ধের মুখ নিসৃত বাণী প্রচার করেছিলেন।উনার আকষ্মিক প্রয়ান ঘটেছিল ১৮ই সেপ্টেম্বর ২০১৮ ইং।
তারঁই স্মৃতি অম্লান করে রাখতে অভিপ্রায়ে সমমনা ও ধার্মিক একদল তরুণ তরুণীর সমন্বয়ে গঠিত হয়"বোধিমিত্র স্মৃতি সংসদ "
প্রতিষ্ঠাতা - প্রকৌশলী জয়তু বড়ুয়া। প্রধান উপদেষ্টা শ্রীমৎ এইচ.শীলজ্যোতি মহাথের মহোদয়। উপদেষ্টা মন্ডলীগুলো হলেন-ভাগ্নীশ্বর ড.দীপংকর মহাথের।
তাপস কান্তি বড়ুয়া,শিরন বড়ুয়া, সমীর কান্তি বড়ুয়া,স্বজল সিংহ,কল্লোল বড়ুয়া,বিধান বড়ুয়া, প্রমূখ।
সভাপতি - জ্যোতিশ্রী ভিক্ষু,কার্যকরী সভাপতি -শান্ত বড়ুয়া, সহ সভাপতি -সাজু বড়ুয়া (১)সহ সভাপতি - রাকেশ বড়ুয়া,সাধারণ সম্পাদক - সজীব চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক -প্রান্ত বড়ুয়া,সহ সাধারণ সম্পাদক - মিস মৌমিতা বড়ুয়া,মহিলা সম্পাদীকা - চুমকি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক - হিমেল বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক - মিসেস মৌমিতা বড়ুয়া, অর্থ সম্পাদক - সাজু বড়ুয়া (২),সহ অর্থ সম্পাদক -অতসী বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক - পিয়াল বড়ুয়া,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক - হিমাদ্রি বড়ুয়া সূর্য, দপ্তর সম্পাদক - শ্রীকান্ত বড়ুয়া, ধর্মীয় সম্পাদক - তিশা বড়ুয়া,সহ ধর্মীয় সম্পাদক - সূর্য বড়ুয়া মৈত্রী, সাংস্কৃতিক সম্পাদক - প্রান্তিকা বড়ুয়া
, সহ সাংস্কৃতিক সম্পাদক -অনন্যা বড়ুয়া, ক্রীড়া সম্পাদক -প্রমা বড়ুয়া,সহ ক্রীড়া সম্পাদক-মোহনা বড়ুয়া,কার্যকরী সদস্য - অভ্রনীল মুৎসুদ্দি রৌদ্র,ধনী বড়ুয়া, ঋদ্ধিমান বড়ুয়া, দ্বীপ সিংহ,কৃষ্ণ মোহন বড়ুয়া, প্রিয়ন্তী বড়ুয়া, অপূর্ব বড়ুয়া