পানিতে ডুবে কুতুবদিয়ায় মুশফিকা নামে এক শিশুর মৃত্যু খবর জানা যায়।
আজ(১লা অক্টোবর) মঙ্গলবার বিকেলে আনুমানিক ৩ঃ৫০ ঘটিকায় এলাকাবাসি শিশুটি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা:নেচার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্বজন সূত্রে জানা যায়,মৃত শিশুটির নাম:মুশফিকা বয়স(৩)পিতা:মো:রুবেল,মাতা: সারজিনা আক্তার,গ্রাম:লোমায়পাড়া,বড়ঘোপ কুতুবদিয়া, কক্সবাজার।
পরবর্তীতে স্বজনদের কাজ থেকে জানতে যায়, শিশুটি পরিপূর্ন একটি পানির ড্রামে পড়েছিল এবং সেখান থেকে স্বজনরা তাকে তুলে কুতুবদিয়া মেডিকেলে নিয়ে আসে।