অদ্য ৩০/০২০২৪খ্রি. জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের মাসিক সভা কমিটির মাননীয় চেয়ারম্যান এবং নবনিযুক্ত জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান খান মহোদয় এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব মুহাম্মদ ইব্রাহীম খলিল মহোদয় এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৭ চট্টগ্রাম এর মাননীয় বিচারক (জেলা জজ) জনাব ফেরদৌস আরা মহোদয়, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কাজী সহিদুল ইসলাম মহোদয়, মাননীয় মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রবিউল আলম মহোদয়, , মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মিজানুর রহমান ভুঁইয়া মহোদয়,
মাননীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সম্মানিত অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়, সম্মানিত অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহোদয়, ডেপুটি সিভিল সার্জন মহোদয়, জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক, বিজ্ঞ সরকারি কৌঁসুলি, বিজ্ঞ মহানগর পাবলিক প্রসিকিউটর, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।