
আমরা কবে হবো মানুষ
বিপুল চন্দ্র রায়
পৃথিবীটা কত সুন্দর,
সুন্দর মানুষের মন।
তবুও কেন মানুষ মানুষকে
মারে,নেই কি মনুষ্যত্ব?
হায়রে ক্ষমতা!অপশক্তির পৈশাচিকতা,
দুর্বলের উপর সবলের আঘাত,
অপরাধীর বীভৎস উল্লাস জনসম্মুখে।
এইসব নরপিশাচ অপরাধী
এক দুই জনকে রুখে দিতে,
প্রতিহত করার সাহস নেই,
এত এত জনগণের।
কেন জনগণ নীরব হয়ে যায় চুপ।
মানুষ পায়না সঠিক বিচার
মানুষ আজ মনুষ্যত্বহীন।
সংকল্পে যদি
বিশ্বজিত বড়ুয়া
সংকল্পে যদি সংশয় আসে
পরিকল্পনা দ্রুত নাশে
দুঃশ্চিনা করো নারে স্বজন
সবই লুফে নিবে পৃথকজন!
দেখা আছে কোর্ট আর কাচারি
ক্ষমতার দাপট টাকা ভারি
বিনা মেঘে তাই ঝরে বারি
আতংকে আসে আহাজারি।
সততাতে আছে বেশ কষ্ট
মোটা কাপড় মোটা চাল স্পষ্ট
তাতেই যে হতে পারে খুশি
কার্ সাহস! কে বানাবে দুঃখি!
ছোট্ট
কৃষ্ণচূড়াঁ(ছদ্ম)
ছোট্ট বেলায়, ছোট্ট মেলায়,
ছোট্ট খেলায়, ছোট্ট পায়।
সবকিছুতেই ছোট্ট আছে,
কোন জিনিসের ছোট্ট নাই।
ছোট্ট দিয়ে, শুরু ছোট্ট,
তবুও ছোট্ট অবহেলায়।
আনন্দেতে সেরা ছোট্ট,
সবিই আছে ছোট্ট গাঁয়।
চোখ ছোট্ট, নাক ছোট্ট,
আরো ছোট্ট কান।
ছোট্ট ছোট্ট সুপারি দিয়ে,
জমে মজার পান।
নিউজটি পড়েছেন : ২০৭