শুক্রবার,১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হায়-রে “মুরুব্বি-মুরুব্বি হুঁ হুঁ হুঁ

হায়-রে

“মুরুব্বি-মুরুব্বি হুঁ হুঁ হুঁ”


কারো হাসি আর কারো ফাসীঁ। ‌‌“মুরুব্বি মুরুব্বি হুঁ হুঁ হুঁ” বাক্যটি বর্তমান সময়ে খুব ভায়রাল সামাজিক কিংবা জনগনের মধ্যে। রোমঞ্চকর ভাবে কনটেন্ট তৈরী হয়েছে অনেক কন্টেইনারের অভিজ্ঞতায়। ব্যঙ্গ ভাবে মজা নিচ্ছে শুধু তাই নয় ছোট-বড় সবাই “মুরুব্বি মুরুব্বি হুঁ হুঁ হুঁ “বলে নিজেদের আড্ডাতে অনেক গুন আমেজ বাড়িয়ে বন্ধুদের বিষন্নতাকেও আনন্দিত করেও তোলছে।

কিন্তু চট্টগ্রাম জেলা আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে “মুরুব্বি মুরুব্বি হুঁ হুঁ হুঁ” বলায় নানী রেগে নাতনির শরীরে গরম পানি ঢেলে জলসে দেওয়ার অভিযোগ উঠেছে নানীর বিরুদ্ধে। এতে ফুটন্ত গরম পানিতে পপি আকতার (১৩) নামের মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

গত শনিবার (২১ সেপ্টেম্বর) জুঁইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত পপি আকতার একই বাড়ির বিজলি আকতারের মেয়ে। ছোট বেলায় মা-বাবা মারা যাওয়ায় আহত পপি আকতার নানা ইয়ার মাহমুদের কাছে থাকতেন।বর্তমানে আহত পপি আকতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email