প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৪, ১:৩৭ অপরাহ্ণ
কবি ও কবিতা
![]()

যখন ভালোবেসেছি
স্বর্ণা তালুকদার
যখন তোমাকে ভালোবেসেছি
যখন কাছে এসেছি জাগ্রত হয়েছি
ঘুম ঘুম চোখে ও তোমাকে দেখেছি
বার দেখেছি তার চোখে মুগ্ধতা
না বলা কথা ও যেন বার বার পড়েছি
সেতো ছিলোই রাগে অনুরাগে দুর থেকে কাছে আসে ভাবনার জানালা খুলে
কেউ যেন দেখতে না পারে তাঁরা ভরা রাতে কিংবা ঘুম ভাঙা সকালে।
রিম ঝিম বৃষ্টিতে ও মনের কোনে
অথবা দেখি কোন ভীড়ে যেন
তোমারি মত কেউ আমায় ডাকে
আবার যেন মিলে যায় তার সাথেও।
আসলে কি সবি ভালোবাসা এক নাকি অজানা অচেনা রহস্য যা বার বার ফিরে আসে চলে যায় নিজের মনের ক্যানভাসে অর্ধসমাপ্ত ছবি হয়ে রয়।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.