উন্নয়ন কাজে ঠিকাদারের কাছ থেকে স্ত্রীর ব্যাংক হিসাবে ঘুষ নেওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী গাজী জয়নাল আবেদীন বরখাস্ত হয়েছেন। প্রাথমিক সত্যতা প্রমাণে গত ১৮ আগস্ট তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বুধবার বিষয়টি জানাজানি হয়েছে। এ ছাড়া নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম চৌধুরীকে অপেশাদার আচরণের জন্য সতর্ক করা হয়েছে।
এর আগে গত ১২ জুন এ দুই প্রকৌশলীকে ওএসডি করা হয়। ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সিটি করপোরেশন সূত্র জানায়, ৩ কোটি ২১ লাখ টাকার একটি উন্নয়ন কাজে ঠিকাদার আয়নুল হাসান ওরফে হাসান মোল্লার কাছ থেকে ৬১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে গাজী জয়নাল আবেদীন ও রিফাতুল করিম চৌধুরীর বিরুদ্ধে। এর মধ্যে গাজী জয়নাল আবেদীন ঠিকাদার আয়নুলের কাছ থেকে নগদ ৪২ লাখ টাকা ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবে সাড়ে ১০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। তদন্তে নগদ ৪২ লাখ টাকা ঘুষ নেওয়ার বিষয়টি প্রমাণিত না হলেও স্ত্রীর ব্যাংক হিসাবে সাড়ে ১০ লাখ টাকা নেওয়ার প্রমাণ মিলেছে।
এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘুষ লেনদেনের গুরুতর প্রমাণ পাওয়ায় জয়নাল আবেদীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। তাঁকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।