প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৪, ২:১৭ অপরাহ্ণ
কবি ও কবিতা (তবু প্রভূর বিশ্বাস) বিশ্বজিত বড়ুয়া


তবু প্রভূর বিশ্বাস
বিশ্বজিত বড়ুয়া
বাড়ছে আবারও তাপ
উষ্ণ হচ্ছে ধরা।
আসছে মহামারি
শঙ্কা ব্যাধি জরা।
কেনো মনে আসে
কাঁপবে এ ধরণী।
উষ্ণের হাহাকারে
বিলাপে রমণী!
মাটি পোঁড়া গন্ধে
রুদ্ধ হয় রে নিঃশ্বাস।
অজানা ভয় মনে
তবু প্রভূর বিশ্বাস।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.