চৈত্রের আকাশে গুমট বেঁধেছে,
ধরণীতে বয়েছে উত্তাল বাতাস।
গরু পালের দিকবিদিক ছুটাছুটি,
রাখালের মন করেছে উদাস।
সূর্য ঢেকেছে কালো মেঘে
মনে হয় সন্ধ্যা নেমেছে,
মানুষের কত ধ্বনি চারিদিকে,
কৃঞ্চচূড়া রঙ গায়ে মেখেছে।
মাঠ পেরিয়ে গ্রামে ডুকতেই,
এক চিলতে হাসি ছড়িয়ে।
নিঃশঙ্কতায় ছেলেটা ভোগে সাড়াবেলা,
শিশুটি দৌড়ে এসে জড়িয়ে।
পাখিদের কিচিরমিচির শব্দে ধ্বনি,
আকাশে মেঘের মাদল নাচে।
আমের মুকুলে গন্ধ ছড়ায়,
মৌমাছি গুনগুন তালে নাচে।